রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ৪ কেজি ওজনের দুইটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০টাকায়।
শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি দুটি উন্মুক্ত নিলামে তোলা হয়।
মাছ বাজার সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে পদ্মা নদীতে জেলেদের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ি শাহাজাহান শেখ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো.শাহজাহান শেখ বলেন, সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ী নিকট প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০টাকায় বিক্রি করেছি। ইলিশ মাছ দুটি বিক্রি করে আমার ১২০০ টাকা লাভ হয়েছে।