শিরোনাম
রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন গোয়ালন্দে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক  গোয়ালন্দে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতিভিটা রাজবাড়ীতে শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার দৌলতদিয়ায় দিনে দুপুরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলো কোটি টাকা  রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত পাচুরিয়া ইউনিয়নের খিদির শেখ দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় যুবরাজ গ্রেপ্তার,আদালতে স্বীকারোক্তি ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দ মকবুল দোকান এলাকায় কেমিকেল ও চিনি দিয়ে তৈরি হচ্ছে আখের গুড়

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

0Shares

গোয়ালন্দ মকবুল দোকান এলাকায় কেমিকেল ও চিনি দিয়ে তৈরি হচ্ছে আখের গুড়

রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়নে মকবুলের দোকান নামক এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়।

খানখানাপুর ইউনিয়নে আবজালের কারখানায় ওই আখের গুড় তৈরি করা হচ্ছে। ২৫ মার্চ শনিবার দুপুরে ঐ অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে গড়ে উঠেছে গুড় তৈরির কারখানা ওই খানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব ভেজাল গুড়। রাজবাড়ী জেলাসহ বিভিন্ন বাজারে এইসব গুড় বিক্রি করা হচ্ছে।

জানা যায়, খানখানাপুর বাজারের চর এলাকায় আবজালের অনুমোদনহীন গুড়ের কারখানা দীর্ঘদিন যাবত পরিচালনা করে যাচ্ছেন। চিনি, নালি, রং ও বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে কাঁচা স্যাঁতস্যাঁতে মেঝেতে তৈরি করা হচ্ছে ভেজাল আখের গুড়। গুড় তৈরির মূল উপাদান হিসাবে যে আখের রস প্রয়োজন হয়, সেই রসের কোন অস্তিত্বই থাকে না এই গু‌ড়ে। ফলে এটি গুড় না হয়ে হচ্ছে বিষাক্ত খাদ্যদ্রব্য।

এছাড়াও, ড্রাম ও কন্টেইনারের ভিতর দীর্ঘদিন যাবত রেখে দেওয়া নালি ব্যবহার করা হচ্ছে গুড় তৈরির ক্ষেত্রে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

নাম বলতে রাজি নয় এমন একজন গুড় কারখানায় কর্মরত শ্রমিক বলেন, আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করি। কি দিয়ে গুড় তৈরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান চিনি, নালী, মিশিয়ে এ সব গুড় তৈরি করা হয়।

কারখানা মালিক আফজাল জানান,অনুমোদন নিয়েই চালাচ্ছি কারখানা। চিনি মিশিয়ে গুড় কেন তৈরি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।তবে তিনি বলেছেন কিছু তিনি মিশাতে হয়।

জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক বলেন, কারখানাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী বলেন, খাদ্যে ভেজাল একটি মারাত্মক অপরাধ। খাদ্যে ভেজাল দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অতি দ্রুত কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg