ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ৬৯
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
0Shares
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে জমির চাষী আজাদ ও তার মা’কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার উজানচর ইউপির ৯নং ওয়ার্ড গনি শেখের পাড়ায় এ ঘটনাটি ঘটে।
আহত কৃষক উজানচর ইউনিয়নের গনি শেখের পাড়া মৃত আরশাফ মন্ডলের ছেলে মো. আজাদ মন্ডল (২৮), ও তার মা চম্পা বেগম।
ভুক্তভোগী আজাদ মন্ডল জানান, গত ১৯ তারিখে উচমান ফকিরের ছাগল আমার ভুট্টা ক্ষেত খেয়ে ছিল। এ কথাটা আমি উচমান ফকিরকে বলতে গেলে সে উত্তেজনা হয়ে আমাকে এলোপাথাড়ি লাথি চর থাপ্পুর মারে তার সাথে থাকা আক্কাছ ও আব্বাস আমাকে মেরেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় গতকাল ২১ তারিখে সকালে উচমানসহ আরও কয়েকজন আমার বাড়ীতে এসে আমাকে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে এলোপাথাড়ি ভাবে আবারও মারপিট করে। সে সময় আমার মা ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। আমার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উচমান ফকির ও আক্কাছ ফকির মুঠো ফোনে জানান, আজাদের ভুট্টা ক্ষেত কার ছাগলে খেয়েছে তা আমি জানি না। সন্ধায় বাড়ীর পাশে এক দোকানে বসে থাকা অবস্থায় আজাদ এসে আমাকে গালাগালি করছে আর বলছে তোমার ছাগলে আমার ভুট্টা ক্ষেত খেয়েছে। তখন আমি বলেছি ছাগল আমি বাধিনি। বাড়ী গিয়ে জেনে বলছি আমার ছাগল খেয়েছে না অন্য কারও ছাগল খেয়েছে। তখন সে আমাকে বেভন্ড ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় আমি বলছি এই বিয়াদব তখন আজাদ আমাকে একটি ঘুসি মেরে চশমা ভেঙে কেটে গিয়ে রক্ত বেড় হয়। সে সময় পাশে থাকা আমার ভাতিজা আব্বাস ওকে গলা ধরে তাড়িয়ে দেয়। ওকে আমরা কেউ মারি নেই। আমাদের নামে যে অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।