গোয়ালন্দে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ২
ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ১৫১
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
সোমবার, ২০ মার্চ, ২০২৩
0Shares
রাজবাড়ীর গোয়ালন্দে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ নিরব শেখ ও হায়াত কাজী নামে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যা কান্ডে ব্যবহৃত চাকু এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
নিহত মো. সোহান শেখ (২০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজীর পাড়া গ্রামের আলামিন শেখের ছেলে।
আটককৃত শিশুরা হলো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির শামছু মাষ্টার পাড়া গ্রামের শহিদ শেখের ছেলে নিরব শেখ (১৭), ও একই গ্রামের মাদার কাজীর ছেলে হায়াত কাজী (১৭)।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা গেছে, গত ১৬ তারিখে সোহান শেখ নামে এক যুবককে অজ্ঞাতনামা আসামিরা দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্মানাধীন বিল্ডিং এর মধ্যে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে বালু এবং ইট দিয়ে চাপা দিয়ে রাখে। স্থানীয় ভাবে সংবাদ পেয়ে পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। পুলিশ বিশ্বস্ত গুপ্তচর ও প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তপূর্বক গত ১৮ তারিখ ভোরে কালুখালী থানার মহেন্দ্রপুর কামিয়া গ্রামের আহমেদ শেখের বাড়ি থেকে নিহত সোহানের ব্যবহৃত মোবাইল ফোন ও আসামি হায়াত কাজীর পরিধেয় কাপড়-চোপড়সহ একটি ব্যাগ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হায়াত ও নিরব পালিয়ে যায় তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল ১৯ তারিখ দিবাগত গভীর রাতে কালুখালী থানার হরিনবাড়ীয়া প্রামানিক পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। একই দিন আসামি নিরব শেখের দেখানো মতে হত্যা কাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু এবং হায়াত কাজীর গায়ে থাকা রক্তদাগ যুক্ত শার্ট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামিদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার অনুমান ১৫ দিন পূর্বে দৌলতদিয়া কে.কে.এস স্কুলের মাঠে নিরব শেখকে মারপিট করা এবং একটি মোবাইল চুরির ঘটনায় হায়াত কাজীকে চোর ও মাদকসেবী বলে গালমন্দ করায় তারা সোহানকে হত্যা করার পরিকল্পনা করে। গত ১৬ তারিখ রাত অনুমান তিনটার দিকে সোহান শেখকে দৌলতদিয়া পূর্বপাড়া জাহাঙ্গীরের দোকানে বসে থাকা অবস্থায় দেখতে পেয়ে নিরব সেক ও হায়াত শেখ তাকে ডেকে আনে। তারা মাদক সেবনের (গাঁজা) কথা বলে সোহানকে উক্ত ঘটনাস্থলে নিয়ে গিয়ে হত্যা করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিহতের চাচা সেলিম শেখ বাদী হয়ে গত ১৭ মার্চ গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।