উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

0Shares

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) বিকেলে আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনসার ক্লাব চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সভাপতি মো. শওকত হাসান।
অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শহীদুল আলম শেখ সোহেল, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি এম এ হালিম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg