গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

0Shares
রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ মিলন মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি, মিলন মোল্লা (৩০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার চর জোয়ার গ্রামের জামাল মোল্লার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে দৌলতদিয়া ঘাট গামী মাহেন্দ্র গাড়ী (যার রেজিঃ নং-রাজবাড়ী-থ-১১-০০০৫) তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ মিলন মোল্লাকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের আরও ৩টি মাদক মামলা রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg