সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) জেলা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ ফ্রেবুয়ারী) রাত নয়টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন কাফাটিয়া এলাকায় এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এবং বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দুইটার দিকে খাগড়াকুড়ি এলাকায় এসআই মোহাঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ গ্রাম হেরোইন সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার সিংগাইর উপজেলার পারিল খোয়ামুড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সুজন (২৮), সদর উপজেলার কোটাই গ্রামের মোঃ সোনামুদ্দিনের ছেলে মোঃ মহর আলী (৩৩) ও গুলুটিয়া গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে মোঃ রনি (২২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।