গোয়ালন্দে গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ জানুয়ারি) সকাল ১০ টায় হাউলি কেউটিল গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক সাজেন হোসেন সাচ্ছুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির নুরুজ্জামান লাড্ডু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.শরীফুল ইসলাম, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা গিয়াস, দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ঢাকা প্রতিদিনের গোয়ালন্দ প্রতিনিধি মো.আকতাউজ্জামান রনি, দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, দৈনিক প্রতিদিনের সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, দৈনিক সকালের সময়ের গোয়ালন্দ প্রতিনিধি সোহাগ মিয়া ও বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।