মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ ডিসেম্বর
মানিকগঞ্জে ৬ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্দা এলাকা থেকে ৬০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শানবান্দা গ্রামের মৃত. জমির উদ্দিনের ছেলে সুজন আহমেদ (৩২) ও আলমগীর ছেলে আকাশ (২৪)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানার পূর্ব শানবান্দা গ্রামের জমির মিয়ার বসত বাড়ী থেকে ৬০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।