শনিবার (৮ আগষ্ট) ২০২০ দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্পে রাজবাড়ী সার্কেল ও LBDA (Local Blood Donar Association) এর যৌথ আয়োজনে ফ্রী মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিদ্যুৎ কুন্ডু (SACMO), রফিকুল ইসলাম রানা (CHCP)। তারা উপস্থিত সবার মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের বিভিন্ন পরামর্শ দেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং কিভাবে হাত ধুতে হবে তা বলে দেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সার্কেল অনলাইন প্লাটফর্মের ফাউন্ডার মো: শামসুজ্জামান (শামস্ সোহাগ) এবং এডমিন জুবায়েদ হাসান রাকিব। আরও ছিলেন, নাজমুজ্জামান মুকুল, রাজবাড়ী সার্কেল এডিটর সাকিব ও প্রতিনিধি দিপ্ত ও অঙ্কন।
আরও উপস্থিত ছিলেন LBDA এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আহমেদ, মহিদুল ইসলাম (সহ সভাপতি), আদিবা জামান দিশা (যুগ্ন সম্পাদক), শাহরীমা আফরোজা শ্রাবণী (দপ্তর সম্পাদক)। তারা বলেন
“একটি জীবন, একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি ”
এই স্লোগানকে সামনে রেখে রক্ত দিয়ে মানুষকে সহযোগীতা করতে ২০১৫ থেকে সংগঠনটির পথচলা শুরু হয়। ইতিমধ্যে রক্তের প্রয়োজনে অনেকেই আমাদের কাছে আসছেন এবং আমরা বিনামূল্যে রক্ত দিয়ে তাদের সহযোগীতা করছি। তাছাড়া সকল সদস্যদের প্রচেষ্টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অব্যহত রয়েছে। যে কোন সময় রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।