ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ২৭৮
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, শর্টগানের ১টি কার্তুজ ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ি জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২৯), সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীন বিশ্বাসের ছেলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাহাত বিশ্বাস ওরফে পিয়াল (২৬), আলাদিপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), সজ্জনকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), আলাদিপুর গ্রামের ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩)।
গতকাল (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খানখানাপুর সরদার পাড়া গ্রামস্থ জনৈক মো. খলিল শেখের বসত বাড়ির উত্তর দুয়ারী টিনের বেড়ার দোচালা টিনের ঘরের ভিতরে ডাকাতির প্রস্তুতি গ্রহন করার উদ্দেশ্যে সমবেত হওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, শর্টগানের ১টি কার্তুজ ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা রুজু করে তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।