স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণীর (১০) এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে সিরাজ খাঁ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার সিরাজ খাঁ (৬০) উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতুব্বর পাড়ার আব্দুল খাঁর ছেলে।
মামলার এজাহারের মাধ্যমে স্কুল ছাত্রীর বাবা জানান, তার মেয়ে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়ালেখা করে। অভিযুক্ত সিরাজ খাঁর কাজ থেকে খাওয়ার জন্য তার স্ত্রী ও মেয়ে রোজ হাফ লিটার করে দুধ নেয়। তারা একেক দিন একেক জন তার বাড়ী থেকে দুধ আনতে যায়। গত ১৯ তারিখ বিকাল ৩টার দিকে তার মেয়ে সিরাজ খাঁর বাড়ীতে দুধ আনতে গেলে বাড়ীতে কেউ না থাকায় সিরাজ খাঁ তার মেয়েকে বসত ঘরের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে সিরাজ খাঁ তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। মেয়ে বাড়ীতে এসে ভয়ে কাউকে কিছু বলে নাই। পরে মেয়ের শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৩ তারিখ বিকেলে তারা মেয়ের নিকট থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে। গত ২৪তারিখ তার মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।