স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ওয়াইন মদসহ সরোয়ার মন্ডল ওরফে সরো (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত সরোয়ার মন্ডল ওরফে সরো উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মো. গোলাপ মন্ডলের ছেলে। সে নবগঠিত দৌলতদিয়া বোডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়াস্থ যৌনপল্লীর মধ্যে সিরাজের বাড়ীর ভাড়াটিয়া শরীফার ভাড়াকৃত ঘর থেকে মাদক ব্যবসায়ী সরোয়ার মন্ডল ওরফে সরোকে ৩.১২৫ (তিন দশমিক একশত পঁচিশ) লি. ওয়াইন (মাদক) সহ আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।