স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের ব্যতিক্রম উদ্যোগে সিসিটিভি ক্যামেরার আওতায় নির্মিত হচ্ছে মুজিববর্ষের ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ। সারা বাংলাদেশে এটি একটি বিরল ও প্রশংশনীয় উদ্যোগ।
সোমবার (১০ অক্টোবর) সরোজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উজানচর ইউপির গফুর মন্ডল পাড়া এলাকার সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুল সংলগ্ন মুজিব শতবর্ষের ২৫ টি ঘর নির্মাণ হচ্ছে। প্রত্যেকটি ঘর সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করছে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। প্রতিটি ঘরের কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা উপজেলা বসেই দেখছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।
স্থানীয় শুকুর আলী খাঁ জানান, আগে কখনো দেখিনি সিসি ক্যামেরায় আওতায় ঘর নির্মাণ। এবার দেখে অবাক হয়েছি এখানে সকল কাজ অনেক ভালো হচ্ছে ঘরগুলো অনেক মজবুত হচ্ছে।
মর্জিনা বেগম জানান, এই ঘরগুলো তৈরিতে লোকজন ঠিকমত কাজ করছে কিনা তা দেখার জন্যই শুনেছি এ ক্যামেরা ইউএনও লাগিয়েছেন। এবং তিনি এখানে এসেও কাজের তদারকি করে যায়।
রাজমিস্ত্রির কন্টাকটার রবিউল বলেন, সার্বক্ষণিক ইউএনও স্যার কাজগুলো দেখছে। সবসময় কাজের খোঁজ খবর নিচ্ছে। আমি নিজে অনেকগুলো কাজ করেছি কিন্তু এই কাজটি একটু ব্যতিক্রম। এই কাজটি ইউএনও স্যারের তদারকিতে করতে পেরে আমার অনেক ভালো লাগছে। কাজের গুণগত মান ঠিক রেখে করতে পেরে আমি নিজেই গর্বিত।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন রাজবাড়ী টেলিগ্রাফ’কে জানান, কাজের গুণগত মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার স্বার্থে মুজিববর্ষের এই ঘরগুলোকে সিসিটিভি আওতায় এনে মনিটরিং করা হচ্ছে। আমি শত ব্যস্ততার মাঝেও ২৪ ঘন্টার যেকোন সময় মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারছি ও কাজের তদারকি করছি। ২৫টি ঘরের জন্য আটটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।