শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

কুমারখালীতে নিখোঁজ শিশু তামিমের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

0Shares

মোশারফ হোসেন কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের পরেরদিন তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্ক সংলগ্ন গড়াই নদী থেকে শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

তামিমের মরদেহটি শনাক্ত করে তাঁর চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তাঁর মায়ের নাম সুমি খাতুন।

সকাল ১০ টা ২৬ মিনিটে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, ‘ তিনি জানান, রবিবার সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয় স্বজনরা মরদেহটি শনাক্ত করে।’

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শনিবির দুপুরে নিজবাড়ি সংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এসময় দুইজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদের পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরিদল নদে উদ্ধার অভিযান চালায়।

কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, ‘ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে। তাই নৌপুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ ঘটনার ছাঁয়া তদন্ত করছে।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg