গোয়ালন্দে স্কুলছাত্র নিখোঁজ, মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ফুটবল খেলার প্র্যাকটিসে এসে মো. আলামীন (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপোণ দাবী করছে অজ্ঞাত দুষ্কৃতকারী চক্র। গত মঙ্গলবার বিকেলে সে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুদুখান পাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে। সে গোয়ালন্দ উপজেলার দুদু খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিদিনের ন্যায় নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার বিকাল তিনটায় সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কামরুল ইসলাম সরকারী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিসে এসে সে আর বাড়ি ফেরেনি বলে তার মা নার্গিস খাতুন জানান।

আলামিনের মা আরো জানান, তার ছেলে নিখোঁজ হওয়ার পর আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ শুক্রবার দুপুরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে তার ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। সময় মতো টাকা না পেলে তার ছেলেকে মেরে লাশ ফেলে দেয়া হবে বলে জানানো হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আলামিন নামে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর থানা পুলিশকে জানানো হয়েছে। আমরা তাকে উদ্ধার করতে আইনগত ব্যবস্থাগ্রহণ করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg