সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৫ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে রাজবাড়ীর ১নং আমলী আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (o৪ অক্টোবর) দিবাগত রাতে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে কটুক্তিকর পোস্ট দেন। ওই ফেসবুক পোস্টের বিষয়ে গত ০৩ অক্টোবর সোমবার সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মো. সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গুজব ছড়ানো ও কটূক্তির অভিযোগে স্মৃতি নামে এক নারীকে গ্রেফতার করে রাজবাড়ির বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।