স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটক ফেন্সিডিল ব্যবসায়ীরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার শাপলা কলি পাড়া এলাকার মৃত আরফান আলীর ছেলে সোহেল রানা (২৪) ও একই থানার কাশিপুর মাঠপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে রতন মিয়া (২৭),
নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনদি নতুন মহল্লার রফিক সাহেব এর বাসার ভাড়াটিয়া মৃত নুর মোহাম্মদ ব্যাপারী ছেলে রমজান আলী (৩৭), এবং ঝিনাইদহ জেলার মহেষপুর থানার রাজাপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সজিব (১৯)।
আটক ইয়াবা ব্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সামছু মাষ্টার পাড়া হেলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জরুরী মোবাইল-৪ ডিউটি করাকালীন গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের অপর পাশে ফেরী ঘাটগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী রয়েল এক্সপ্রেস নামক পরিবহন (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৫-৭৫২৩) তল্লাশী করে সর্বমোট ১০৪ (একশত চার) বোতল ফেন্সিডিলসহ রমজান আলী ও সজিবকে আটক করে এবং একই রাত আড়াইটার দিকে একই স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী রয়েল এক্সপ্রেস নামক পরিবহন (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-৯৯১৭) তল্লাশী করে সর্বমোট ৩৫ (পয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা ও রতন মিয়াকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, এএসআই মো. শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উত্তর দৌলতদিয়া যৌনপল্লী হাসেম ফকিরের বাড়ীর উঠানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে। উক্ত সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে তার নির্দেশক্রমে থানা এলাকায় জরুরী ডিউটিরত মোবাইল-৪ এর অফিসার ফোর্সসহ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ইমন মিয়াকে আটক করা হয়। এবং তার হেফাজতে থাকা ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।