আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে সাতদিন ব্যাপি বানভাসী মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩১ শে জুলাই থেকে শুরু হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত -চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির -অধ্যক্ষ ভান্ডারিয়া ছিদিকিয়া ফাজিল মাদ্রাসা ও সভাপতি জেলা ঈমাম কমিটি রাজবাড়ী। আরও উপস্থিত ছিলেন আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুল ইসলাম শিকদারের সহধর্মিণী। সাতদিন ব্যাপি এ কার্যক্রমে ১৪৫৫ টি বানভাসী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয় ০৭ আগস্ট ২০২০ তারিখে। শেষের দিনে সকালে ৩০০ টি পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, চিড়া,মুড়ি ও চিনি বিতরণ করা হয়েছে। বিকেলে বরাট ইউনিয়নে আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আরও ৩১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণসামগ্রী। সামাজিক দূরত্ব বজায় রাখে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশন এর আগে ঈদুল আযহা’য় এতিম ও দরিদ্র শিশুদের মাঝে নগদ টাকা ও কোরবানি মাংস বিতরণ করে। আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশরাফুল আলম বলেন অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাদের পাশে সব সময় থাকবে আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশন।
আসাদুজ্জামান নূর ।। রাজবাড়ী