শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

দৌলতদিয়ায় টিসিবি’র প্যাকেজ পণ্যে পচা পিয়াজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭ শত পরিবার পেলো টিসিবি’র প্যাকেজ পণ্যে পচা পিয়াজ।

রবিবার (২৮ আগস্ট) দৌলতদিয়া ইউপির মাঠ চত্তরে এ টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া ইউপির মাঠ চত্তরে ১ হাজার ৭’শত পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৪৬৫ টাকায় একটি করে প্যাকেজ দেওয়া হয়েছে। তাতে রয়েছে দুই কেজি ডাউল, দুই লিটার তেল, এক কেজি চিনি, ও তিন কেজি পচা পিয়াজ। বাজারে দ্রব্য মূল্যে দাম বেশি থাকায় সাধারন জনগন একটু স্বস্তির পাবার জন্য কম দামে একটি টিসিবি’র প্যাকেজ কিনে নিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ডিলারগন সাধারন মানুষের টিসিবি’র পণ্য পচা পিয়াজ প্যাকেজে ডুকে দিচ্ছে।

মালেক মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে টিসিবি’র মাল দিচ্ছে। আমি ৪৬৫ টাকা দিয়ে একটি প্যাকেজ নিয়েছি তাতে রয়েছে ২ কেজি ডাউল, ১ কেজি চিনি, ২ লিটার তেল এই তিন জিনিস ভালো আছে কিন্তু ৩ কেজি পিয়াজ একেবারেই পচা এটা ঘরে রাখা যাবে না। কালকের মধ্যেই সব পিয়াজ পচে গলে যাবে তা ফেলে দিতে হবে কিছুই করার নেই।

মোস্তাক ও লালটু বলেন, সরকার তো সাধারন মানুষের খাবারের জন্য টিসিবি’র ভালো পণ্য দিচ্ছে। কিন্তু ডিলার যারা তারা তাদের ব্যবসার স্বার্থে আমাদের কে পচা পণ্য দিয়ে ঠগিয়ে ব্যবসা করে যাচ্ছে। আমরা তো সাধারন মানুষ তাদের তো কিছু বলতে পারবো না। সেই সুযোগটি কাজে লাগিয়ে তারা আমাদের পচা পিয়াজ প্যাকেট করে প্যাকেজে ডুকে দিচ্ছে।

মেসার্স শাপলা ট্রেডার্স এর মালিক রঞ্জন রাহা বলেন, টেকের হাট টিসিবি’র অফিস থেকেই পচা পিয়াজ দিয়েছে। তার পর আমরা আবার প্যাকেট করে রেখেছি। সে কারনে একটু পচে গেছে। আজ ১ হাজার ৫ শত ৫০ জনকে টিসিবি’র পণ্য দিচ্ছি। আমি এখন ব্যস্ত পরে কথা হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টিসিবি’র পণ্য পচা পিয়াজ আমার নজরে এসেছে। আমি এসিল্যান্ডকে নিয়ে গিয়ে তদন্ত করে দেখছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg