স্টাফ রিপোর্টার,
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়ার পূর্বপাড়া খিচুরি পট্টি গলি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ আজাদ শেখের ছেলে মিরাজ শেখ (২৫), একই ইউপির তাহের কাজীর পাড়ার মো. আলাউদ্দিন প্রামানিকের ছেলে আতিয়ার রহমান (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাত পৌনে দশটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের খিচুরি পট্টি গলির মাঝামাঝি স্থানে পাবনা কাসেম বোডিংয়ের সামনে ইটের রাস্তার উপর থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামিদেরকে রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।