স্টাফ রিপোর্টার,
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ০৯ জন আসামিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার উজানচর ইউপির হাজী গফুর মন্ডল পাড়া এলাকার গোলাপ শেখের ছেলে মিজান শেখ (২৮), একই উপজেলার ইবাদুল্লাহ মিস্ত্রী পাড়ার ছাত্তার শেখের ছেলে ঠান্ডু শেখ (২১), ও নাটোর জেলার লালপুর থানার গোদরা এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা কুদরত কসাইয়ের মাংসের দোকানের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মিজান শেখকে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ, ও দুইটি মানব পাচার মামলার পলাতক আসামি রেজাউল করিম এবং ছিনতাই মামলার আসামি ঠান্ডু শেখকে আটক করা হয়। এছাড়াও পরোয়ানা ভুক্ত ০৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।