গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলায়, গ্রেপ্তার ৩

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলায় অভিযুক্ত ৩জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ড আড়ৎপট্টি এলাকার লাল মিয়া বেপারীর ছেলে সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), একই ওয়ার্ডের ঘোষপট্টি এলাকার আলতাফ ডাক্তারের ছেলে মিঠু (৩৮), উপজেলার উজানচর ইউপির নতুন পাড়া গ্রামের মৃত তোতা শেখের ছেলে আলামিন শেখ (২৮)।
মামলার এজাহারের মাধ্যমে ভুক্তভোগীর বাবা জানান, গত ২০ তারিখ শনিবার কাজ শেষে বাড়ীতে এসে রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন সহ ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত একটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখে তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ঘরে নাই। তখন তিনি ও তার ভাই মেয়েকে খোঁজা খুঁজি করাকালে উত্তর উজানচর নতুন পাড়াস্থ রেল লাইন ব্রীজের কাছে যায়। ব্রীজের দক্ষিনে রেল লাইনের পশ্চিম পাশে নিচু সমতল জায়গার দুই পাশে রাখা পাটকাঠির মাঝখান থেকে কয়েকজন লোককে দৌড়ে যেতে দেখে। তখন তিনি ও তার ভাই উক্ত স্থানে গিয়ে মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় এবং শরিফ বেপারী ও মিঠুকে ঘটনাস্থলে ধরে ফেলে। লোক লজ্জার ভয়ে তাদেরকে ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ীতে চলে আসে। পরেরদিন রবিবার ২১ আগষ্ট তরুনীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘটনা শুনে ভুক্তভোগী তরুণীকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। টাকার অভাবে মেয়েকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে পারেন নাই। পরবর্তিতে আত্মীয় স্বজনের পরামর্শে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ঘটনার বিষয়ে জানায়। ইউএনও তৎক্ষনাৎ বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন। ওসি ইউএনও’র কার্যালয়ে গিয়ে ঘটনা শোনার পর তরুণীর বাবাকে মামলা দায়েরের পরামর্শ দেন।
এ ঘটনায় ২৩ আগস্ট মঙ্গলবার ভুক্তভোগীর বাবা থানায় গিয়ে ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২জনসহ মোট ৬জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভিকটিমকে উদ্ধারপূর্বক মেডিকেল টেস্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে থানা এলাকায় পুলিশি অভিযান চালিয়ে এজাহার নামীয় ০৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg