গোয়ালন্দে সড়ক দূর্ঘটনায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত
ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ৩০০
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাক-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় বাস চাপায় এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ভ্যানচালক নিহত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফল বিক্রেতা ফজর আলী (৪০) তিনি দৌলতদিয়া ইউপির ৭নং ওয়ার্ড হোসেন মোল্লা পাড়ার জিন্নাত আলী শেখের ছেলে।
জানা গেছে, ফল বিক্রেতা ফজর আলী ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ফল বিক্রি করতেন। আজ সকালে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ভ্যানগাড়ি নিয়ে মহাসড়ক দিয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দর্শনা ডিলাক্সের একটি পরিবহন (যার নাম্বার ঢাকা মেট্রো ১৪-৮১৪৩) ও ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সকালে সড়ক দূর্ঘটনা এক জন নিহত হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।