সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতের যে কোনো সময় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোড় ও সদর উদ্দিন ডিগ্রী কলেজের সাথে এই দুই কবরস্থান অবস্থিত। এলাকাবাসী সুত্রে, উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১২ টি কবর খোঁড়া হয় এবং কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমরা তৎপর রয়েছি, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।