রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানার দ্বাদশী ইউপির আগমারাই গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, রাজবাড়ী সদর থানার দ্বাদশী ইউপির আগমারাই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৭)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী সদর থানাধীন দ্বাদশী ইউপির ০২নং ওয়ার্ড আগমারাই গ্রাম থেকে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ রাসেল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে। রাসেল মিয়া একই গ্রামের শাবানা বেগমের বাড়িতে ভাড়া থাকতো। উদ্ধারকৃত আলামত তার কোমরের সাথে বাধা একটি কালো রঙের চামড়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg