রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব-চরআফরা ও চর-রামনগর বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন ইউএনও ।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী জেলা সহ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আজ শুক্রবার(৭ আগষ্ট) পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের পূর্ব-চরআফরা ও চর-রামনগর গ্রামে বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১৭০ পরিবারে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার, মো: রফিকুল ইসলাম। আব্দুল আলিম মন্ডল, চেয়ারম্যান হাবাসপুর ইউনিয়ন পরিষদ ও আজিজুল ইসলাম, সচিব হাবাসপুর ইউনিয়ন পরিষদ।
পূর্ব-চরআফরা গ্রামের আক্কাস আলী বলেন দীর্ঘ সময় বন্যার পানি থাকার কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। মাঠে যে আউশ ও আমন ধান ছিল তা পানির নিচে ডুবে গেছে। আমরা কোনো ফসল ঘরে আনতে পারিনি।
আলামীন হোসেন শাকির
পাংশা