স্টাফ রিপোর্টার,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গোয়ালন্দ প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর অন্তর মোর এলাকায় বরাট দেওয়ান মো. ইসহাক হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়।
মঙ্গলবার (০২ আগষ্ট ) দুপুরে গোয়ালন্দ প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমখানার ৭০ জন এতিমদের জন্য এ উন্নত খাবারের আয়োজন করা হয়।
জানা গেছে, গত ০২ আগস্ট ২০১৭ সালের দক্ষিণ কোরিয়া প্রবাসী গাজী সাইফুল ইসলাম প্রতিষ্ঠিত করেন এ সংগঠনটি। আর এখন তারই সুফল পাচ্ছে গোয়ালন্দের হতদরিদ্র ও অসহায় শত শত মানুষ। গত পাঁচ বছরে অসংখ্য অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। বরাট দেওয়ান মো. ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মধ্যে যারা অসুস্থ ছিলো তাদের জন্য একজন এমবিবিএস ডাক্তার এনে তাদের সবাইকে দেখিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে দেওয়া হয়। ও এতিম শিশুদের খেলার জন্য ফুটবল, টেনিস বল, ব্যাট কিনে দেওয়া হয়।
মো. রনি মন্ডলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক জীবন চক্রবর্তী, পলাশ কবিরাজ, পুলিশে কর্মরত আকরাম হোসাইন প্রমূখ।