ঈদুল আযহায় চ্যানেল আইতে আসছে রাজবাড়ীর মেয়ে অভিনেত্রী আজরা জেবিন তুলি অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘দমকা হাওয়া’।
গত বুধবার থেকে এ নাটকের শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। টেলিফিল্মটি পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। আজরা জেবিন তুলি ছাড়া এটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন জেসিয়া এবং সোহেল খান। নাটকটিতে একজন মুদি দোকানদারের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলের নানা পারিবারিক যন্ত্রণার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে।
শীঘ্রই যেকোন বেসরকারী চ্যানেল বা অনলাইন প্লাটফর্মে নাটকটি প্রচার হবে।