গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা সহ মফিজ শেখ ও মানব পাচার মামলার আসামি জসিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজাহারের মাধ্যমে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌন পল্লীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মাদক মামলায় উপজেলার দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়ার মৃত মজিদ শেখের ছেলে মফিজ শেখ (৫৮) ও মানব পাচার মামলায় হোসেন মন্ডল পাড়ার মৃত চান্দু শেখের ছেলে জসিম শেখ (৩২)।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক কারবারি ও মানব পাচার মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেপ্তার করে তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।