কুমারখালীতে খেলার মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার।মোশারফ হোসেন কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর খেলার মাঠের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টা দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, আলাউদ্দিন নগর রেল লাইনের পাশে খেলার মাঠের পাশ থেকে মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়। বিকেলে ছেলেরা মাঠে খেলাধুলা করতে গেলে গন্ধ পেয়ে কয়েকজন মৃত নবজাতককে দেখতে পান। এরপর কুমারখালী থানা-পুলিশে ফোন করা হয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রাপ্ত বয়স্ক একটি শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।