সাইফুর রহমান পারভেজ।।
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট। এই ঘাট দিয়ে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ভিড় থাকে প্রতিবারই। ঈদ উদযাপন শেষে সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যায়। আর এই মানুষ গুলোকে সেবা দিতে প্রতি বছরই রাজবাড়ী আনসার ও ভিডিপি সর্বত্র সেবা করে যাচ্ছে প্রতিটা ঈদেই। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় ও সকল যাত্রীদের মাস্ক পরিধান বিষয়ে সতর্ক করা হচ্ছে।
রাজবাড়ী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট ,রাশেদুজ্জামান রাশেদ জানান, পবিত্র ঈদুল আজহার উৎযাপন পরবর্তী জনসাধারণ যাতে নির্বিঘ্নে দৌলতদিয়া ফেরিঘাট পারাপার হতে পারে সেইজন্য রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি ৪৫ জন সদস্য, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এর সাথে নিয়োজিত রয়েছে আনসার সদস্যরা। ঘাটের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থাসহ মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য লঞ্চে উঠার পূর্বে যাত্রীদের জীবাণুমুক্ত পানি দিয়ে হাত ধোবার ব্যবস্থা করা হয়েছে এবং কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।