সেলফি পরিবহন নিচ্ছে ১৬৪ টাকার বাসভাড়া ৩০০

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
সেলফি পরিবহন নিচ্ছে ১৬৪ টাকার বাসভাড়া ৩০০

0Shares

ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে সেলফি পরিবহন লিমিটেডের বাসগুলো। তারা ১৬৪ টাকার ভাড়া ৩০০ টাকা আদায় করছে। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ার সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে গত ঈদুল ফিতরেও দ্বিগুণ ভাড়া আদায় করতে দেখা গেছে সেলফি পরিবহনকে। আজ দেখা যায়, সেলফি পরিবহনের বাসগুলোর চালকের সহকারীরা ‘পাটুরিয়া ৩০০’ করে হাঁকচ্ছেন।

পাটুরিয়া ঘাট হয়ে কুষ্টিয়া যাবেন শিক্ষার্থী মো. আশিকুজ্জামান। আজ বেলা ১১টার দিকে তাঁর কাছে সেলফি পরিবহনের একটি বাস ৩০০ টাকা ভাড়া চাইলে তিনি ওঠেননি। আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এই রুটে আমি নিয়মিত যাতায়াত করি। ১৫০ টাকায় নিয়মিতই পাটুরিয়া ঘাটে যাই। আজকে ৩০০ টাকা চাচ্ছে। এটা জুলুম। এই রুটে আরও কিছু বাস চলে, দেখি সেগুলো দিয়ে যাওয়া যায় কি না।’

এসবি লিংক পরিবহনের বাসগুলোকে পাটুরিয়া ঘাটে ২০০ টাকা করে ভাড়া হাঁকাতে শোনা যায়। বাসচালকের সহকারী খোকন বলেন, আসার সময় খালি আসতে হয়, তাই বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

গুগম ম্যাপ বলছে, ঢাকার গাবতলী থেকে পাটুরিয়ার দূরত্ব ৭৫ কিলোমিটার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। বিআরটিএর হিসাবে ধরলেও আন্তজেলা ও দূরপাল্লা রুটের প্রতি কিলোমিটার ১ টাকা ৪২ টাকা হিসাবে ১১০ কিলোমিটারে ভাড়া হয় ১৫৬ টাকা। তবে দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট বলছেন, গাবতলী থেকে পাটুরিয়ার ভাড়া ১৬৪ টাকা।

সূত্রঃ প্রথম আলো

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg