স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ নামক এলাকা থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (০৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকার ভিক্টর ফিট নামক ফ্যাক্টরির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- রাজবাড়ীর সদর থানার রামকান্তাপুর ইউপি রায়নগর গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪২), একই থানার উড়াকান্দা ইউপির চারাবটতলা গ্রামের গুদের শেকের মেয়ে মোছাঃ ফাল্গুনী বেগম (৩৫)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকার ভিক্টর ফিট নামক ফ্যাক্টরির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে কুমারখালী টু ঢাকা গামী লালনশাহ পরিবহন নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৩৫ (দুইশত পয়ত্রিশ) বোতল ফেনসিডিলসহ আতিয়ার রহমান ও ফাল্গুনী বেগম’কে আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।