ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ২২২
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
শনিবার, ২ জুলাই, ২০২২
0Shares
গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়া কান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে সামি মোল্লা (৮) নামের এক মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (০২ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে নিজ বাড়ির আঙ্গিনার পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়া কান্দি গ্রামের শাহিন মোল্লার ছেলে।
শিশুটির চাচা শিমুল মোল্লা জানান, সামির বাবা নারায়নগঞ্জের একটি শিপিং ইয়ার্ডে কাজ করেন। তার এক মেয়ে ও এক ছেলের মধ্যে সামি বড়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সব সময় তাকে নজরে রাখা হত। শনিবার শিশুটি তার মায়ের সাথেই ছিল। দুপুর সাড়ে ৩ টার দিকে তার মা তাকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যায়। কিছুক্ষন পর তার মা বাড়িতে ফিরে দেখেন তার ছেলে নেই। তখনই নানান জায়গায় খুজে না পেয়ে পুকুরের দিকে যান তার মা। পরে পুকুরে গিয়ে দেখতে পান পানিতে বুদবুদ হচ্ছে। দ্রুত পুকুরে ঝাপিয়ে পরেন তার মা তখন তার মায়ের পায়ের সাথে বেঝে যায় শিশুটি। তাৎক্ষনিক পানি থেকে নিস্তেজ অবস্থায় উঠিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়া হয় শিশুটিকে। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরবর্তীতে শিশুটির লাশ বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয়রা ধারণা করছে, পুকুরে হাঁস থাকায় তা দেখেতে গিয়ে পুকুরের পানিয়ে পরে যায় শিশুটি। শিশুটির বাবা কর্মস্থলে থাকায় সেখান থেকে তিনি আসার পর রাতে তার নিজ বাড়িতে জানাজা শেষে জমিদার ব্রিজ কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।