মোশারফ হোসেন।
কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জুন) এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পারভিন আক্তার উপ পরিচালক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেল সুপার তাইফ উদ্দিন মিয়া, রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি কে,পি,সি কুষ্টিয়া।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদক দেশকে নষ্ট করছে, জাতিকে ধ্বংস করছে, পরিবারকে নষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে মাদক প্রতিরোধে কাজ শুরু করেছে, জেলা ও উপজেলা পর্য়ায়ে ওয়ার্কশপ হয়েছে, ইউনিয়ন পর্যায়েও হবে। বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা।