শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

রক্ত দিয়ে বন্ধুর বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শুভ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ, ২৩ জুন
২০ দিন যাবৎ হাসপাতালের বেডে থাকা বন্ধুর ছোট বোনকে রক্ত দিয়ে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম শাহরিয়ার শুভ (২৭)। সে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী (পশ্চিম পাড়া) গ্রামের সৌদি প্রবাসী গোলাম মওলা রিপনের পুত্র। দুই ভাইয়ের মধ্যে শুভ বড়। সে ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত ছিলেন।
নিহত শাহরিয়ারের চাচা মোঃ সাদিক জানান, বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে শাহরিয়ার তার বন্ধু রাকিব হোসেনের ছোট বোন তানজিলকে (১৬) রক্ত দিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। রক্ত দেওয়ার পর সে হাসপাতালের ২য় তলায় সিঁড়ির পাশে বসেছিল। এরই মধ্যে তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে এসেই রাকিব জানতে পারেন শুভ মাথা ঘুরে সিঁড়ির পাশ দিয়ে ভবনের নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
শুভর মৃত্যুর খবরে তার এলাকা ও নিজ পরিবারে নেমে আসে শোকের ছায়া।
ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বৃহস্পতিবার (২৩জুন) সকাল ১১ টায় তার লাশ নিজ গ্রাম হাতনী কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg