গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ থেকে ১ কেজি গাঁজাসহ নাজমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে খানগঞ্জ ইউনিয়নের বিল নদীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মোছা. নাজমা আক্তার (৩৫) খানগঞ্জ ইউপির নরুদ্দিপুর এলাকার মো. এনায়েত মোল্লার স্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর থানাধীন খানগঞ্জ ইউপির বিল নদীপুর এনায়েত মোল্লার বসত বাড়ীর পূর্বদুয়ারী টিনের ঘরের ভেতর হতে ০১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg