গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দুইশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মামলার এজাহারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।
আটক মাদক কারবারি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ড নীলু শেখের পাড়ার ইয়ার আলী শেখের ছেলে তানজিদ হোসেন (৩৩)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়া সংলগ্ন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তানজিদ হোসেনকে ২০৫ (দুইশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, বিশেষ অভিযান চালিয়ে তানজিদ হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে দু’টি মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে রাজবাড়ির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।