স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে লুন্ঠিত ১টি ছিনতাই হওয়া স্বর্ণের চেইনসহ মোঃ জীবন মিয়া (২৮) নামের ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার হোসেন মন্ডল পাড়ার মোঃ ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জীবন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ছিনতাই মামলা নম্বর-১৫ এর লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,গ্রেপ্তারকৃত জীবন মিয়া ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী। আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ৪ টি মামলা রয়েছে। গোয়ালন্দঘাট থানার মামলা নম্বর -১৫, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করে মঙ্গলবার দুপুরের পর তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।