রাজবাড়ীতে ১০ জন কৃষক পেয়েছেন পাওয়ার টিলার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (৫০% ভর্তুকি মূল্যে) এর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় বীজ রোপন চাষ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এতে ১০ জন কৃষক পেয়েছেন পাওয়ার টিলার চালিত সিডার।

সোমবার (১৩ জুন) বিকেল ৫টায় সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে পাওয়ার টিলার চালিত সিডার তুলে দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন সেক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা।

সদর উপজেলার ১০ জন কৃষক পাওয়ার টিলার চালিত সিডার পেয়ে কৃষিতে যান্ত্রিকীকরণ বেগবান হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg