মোশারফ হোসেন কুষ্টিয়া।
কুষ্টিয়া দৌলতপুরে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নতুন স্কুল ভবন উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডঃ আঃকাঃ মঃ সরওয়ার জাহান বাদশা। কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার বি,সি,কে মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নুতন ভবন নির্মাণ শেষে শনিবার বিকেল সাড়ে ৪ টায় লাল ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ্যাডঃ আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশা।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরে সোলাইমান এর সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ্যাডঃ এজাজ আহমেদ মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদ মরিচা ইউপি চেয়ারম্যান ও উজ্জল সর্দার, প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।