শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

জুয়ার আসরে আ’লীগের সাধারণ সম্পাদক, ফেসবুকে ছবি ভাইরাল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ০৪ জুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর জুয়া খেলার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের মানিকগঞ্জ নামের একটি ফেসবুক পেইজে পোস্ট করা সেই ছবি ঘিরে ইতোমধ্যে ড়োলপাড় শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা হয়েছে- এই হলো দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালা কদ্দুস। একজন জুয়াড়ি কিভাবে আওয়ামী লীগের মতো সংগঠনের সাধারণ সম্পাদক পদে থাকে এবং আবার হতে চায়?

সংশ্লিষ্ট জানা গেছে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি বিএনপির ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করলে তিনি সুযোগ বুঝে রাতারাতি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনো জুয়া খেলি না। কে বা কারা ফেক আইডিতে কি ছেড়েছে সে বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg