শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

পাংশায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি॥

রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসের ধাক্কায় অমিত কুমার ভোলা(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল দশটার দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানায়,রাজবাড়ী থেকে আসা অমিত কুমার পাংশা সুগন্ধা ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলো। এমন সময় তার পেছনে থাকা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত হোসেন জানায়, আহত অমিত কুমার ভোলা চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg