শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গোয়ালন্দে উজানচর ইউপির বাজেট সভায় চেয়ারম্যানের অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. ইব্রাহিম সরদার।

এ সময় বিগত বছরের সাফল্য ও ব্যর্থতা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এসময় তিনি উজানচর বাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় আরো বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছু মন্ডল, ইউপি সদস্য চুন্নু মীর মালত, রাসেল সেখ, আবুল হোসেন, মোছা. ফাতেমা আক্তার, সোনা মিয়াসহ প্রমুখ।

এ সময় ইউপি সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ সম্পর্কে অবগত হন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬,৮৫,২০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬,৫৫,২০০ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩,৮৩,০৫,৪০০ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,৮৩,০৫,৪০০ টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩,৯৯,৯০,৬০০ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩,৯৯,৬০,৬০০ টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ৩০ হাজার টাকা।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg