শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতির অভিযোগে লন্ডনে আটক ৭ যাত্রী

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

0Shares

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল।

বুধবার (২৫ মে) সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ওই ফ্লাইটে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে ওই ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ফ্লাইটের এক যাত্রী গালিগালাজ করছেন এবং দুই নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

আবু সালেহ মোস্তফা কামাল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “আমরা যতদূর জানতে পেরেছি, সামনের এক যাত্রীর পায়ের সঙ্গে পা লেগে যাওয়ায় ঘটনার সূত্রপাত হয়। পড়ে সেটা হাতাহাতির পর্যায়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক যে, বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।”

তিনি জানান, কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানান। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তারা চিহ্নিত করেন। পড়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ যাত্রীকে আটক করে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg