হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

প্রশিক্ষণ কর্মসূচিতে হজযাত্রীদের হজের ধর্মীয় বিধি বিধান ও স্বাস্থ্য বিষয়কসহ সকল প্রয়োজনীয় বিষয় সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সানোয়ারুল হক, হাব প্রতিনিধি মাওলানা সেলিম হোসাইন আজাদী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, ডা: হাবিবুল্লাহ খান, প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসেন, পৌরসভার সিদ্দিকনহন মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান রাব্বানী, কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম, ডা: সাজ্জাদ কবির, বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শামছুল হক জামালী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, পবিত্র মদিনা মনোওয়ারা জেয়ারত সম্পর্কে আলোচনা করা হয় এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg