রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খামারবাড়ি থেকে আজ ৬ আগস্ট ২০২০ সকালে এক যুবকের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ছেলেটির নাম রুবেল(৩০) এবং তার পিতার নাম অমর আলী ।
মৃত ব্যক্তির চাচাতো ভাই আবু হোসেন বলেন, গত রাতে তার চাচাতো ভাই রুবেল তার বউয়ের সাথে ঝগড়া করে এবং একপর্যায়ে বউকে মারধর করে বউয়ের বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে রুবেল একা একাই রুমে থাকে সকালে ঘুম থেকে উঠে দেখি রুবেলকে ডাকার পরেও রুবেল ঘরের দরজা খুলছে না। পরে দরজা ভেঙে দেখতে পাই গামছা দিয়ে ঘরের ডাপের সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পরে আমরা গামছা কেটে তার মৃতদেহ মাটিতে নামাই।
তিনি আরো বলেন, আমার চাচাতো ভাই রুবেল একটু নেশার সাথে জড়িত ছিল।
পরে কালুখালী উপজেলার থানা পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে যায়।
পাংশা প্রতিনিধি
আলামিন হোসেন শাকির