সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের সিংগাইরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে সিলগালা ও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন দেবনাথের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিয়া অর্ণব হাসপাতালটি সিলগালা করেন ও ৯ জনকে কারাদণ্ড দেন। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে হাসপাতালের মালিক নজরুল ইসলাম স্বপনের স্ত্রী মান্না তানিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, মান্না তানিয়ার দেড় বছর বয়সী আলফি শাহরিন নামের একটি কন্যাশিশু রয়েছে। বুকের দুধই এখনো শিশুটির প্রধান খাদ্য। মাকে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে শিশু আলফি শাহরিন।
কারাদণ্ড প্রাপ্ত গৃহবধুর মা ও শিশুটির নানি নাজমুন নাহার জানান, আমার মেয়ের জামাই ওই হাসপাতালের মালিক। আমার মেয়ে মালিকও না, সেখানে চাকরিও করে না। আমার মেয়ের জামাইকে না পেয়ে আমার মেয়েকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই মেয়ের ঘরে আমার দেড় বছরের নাতনি রয়েছে।, আমার নাতনি এখনো বুকের দুধ খায়। সে তার মাকে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে।
এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিয়া অর্ণব বলেন, হাসপাতালটিতে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ওই নারী সেখানে উপস্থিত ছিলেন। সে তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছে। সে সরকারি কাজে বাধা প্রদান করেছে, তাই তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, স্বামীকে পালাতে সহযোগিতার মাধ্যমে সে সরকারি কাজে বাধা প্রদান করেছে, এজন্য তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আপিল করার সুযোগ রয়েছে। তার যেহেতু শিশু সন্তান রয়েছে, আপিল করলে মানবিক বিবেচনা করা হবে।