গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আর নেই।

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

মোঃ শামীম বিশ্বাস।।
গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (৬আগষ্ট) সকাল ৭ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

তিনি রাজবাড়ী জেলা পরিষদের জ্যেষ্ঠ সদস্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বরাট ভাকলা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ওয়াজেদ চৌধুরীর ছোট ভাই।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে হাসান ইমাম চৌধুরী হঠাৎ অসুস্থ হলে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg